• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সিংগাইরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীর সন্ধান মিলেনি তিন সপ্তাহেও

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২৩

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

নিখোঁজের তিন সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি দুই মাদ্রাসার ছাত্রীর। সম্প্রতি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে । নিখোঁজের তিন সপ্তাহ পার হলেও তাদের ঊদ্বার করতে পারেনি থানা পুলিশ।

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলোঃ সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা ও ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে জয়মন্টপ ইউনিয়নের দেওলি এলাকায় হযরত সাওদা( রা) বালিকায় মাদ্রাসায় হেফজ খানায় তাসলিম আক্তার ও সোহানা পড়াশুনা করে আসছিল। মাদ্রাসা হতে গত ’১ অক্টোবর তারা দুইজন নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে ২/১০/২০২৩ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোজের তিন সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো খোঁজ পায়নি তাদের পরিবার। নিখোঁজ শিক্ষার্থীর সোহানার মা লিপি আক্তার বলেন। ২৩ দিন হয়ে গেলেও এখনো আমার মেয়ের কোন সন্ধান পাইনাই। নিখোজ তাসলিমার মা ’মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারনে আমার মেয়েটা হারিয়েছি, এত দিন হয়ে গেল, তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন। এ ব্যাপরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিনুর সাংবাদিক দের জানান , ’কোনো একটা অভিযোগের কারণে তাদের শাসন করা হয়েছিল। নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি।’


সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ’মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তাদের উদ্ধারের সব চেষ্টা অব্যাহত আছে।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads